Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, জানুয়ারী ২০২৬ | ২২ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চুরি করতে গিয়ে বিপদে পরে প্রাণ বাঁচাতে পুলিশকে ফোন চোরের!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ০১:১৮ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ০১:১৮ PM

bdmorning Image Preview


গাড়ি চুরি করতে গিয়েছিল এক চোর। কিন্তু যে গাড়ি চুরি করতে গিয়েছিলে সেই গাড়িতেই আটকা পড়ে। প্রাণ বাঁচাতে একপর্যায়ে বাধ্য হয়ে পুলিশকে ফোন করে ওই চোর। 

এমন ঘটনা ঘটেছে নরওয়ের ট্রোনডেলগ শহরে। নরওয়ের এক কিশোর গাড়ি চুরি করতে গিয়ে সেই গাড়িতে ভিতরে তালাবদ্ধ হয়ে পড়ে। গাড়ি থেকে বেরোনোর জন্য হাজারো চেষ্টা করে। কিন্তু বরাবরই ব্যর্থ হয়ে যায়। তাই গণধোলাই খাওয়ার আগে প্রাণ বাঁচাতে পুলিশকে ফোন করে।

দেশটির পুলিশ এমন ঘটনা টুইটারে প্রকাশ করে, ‘যে গাড়িটা চুরি করবে বলে চোর ভেতরে ঢুকেছিল সেই গাড়ির মধ্যে থেকেই সে আমাদের ফোন করে। চোর আমাদের আগে থেকেই জানতেন, তিনি ভেবেছিলেন সাহায্যের জন্য আমাদেরই ফোন করা ঠিক হবে।

পরে পুলিশ এসে ওই চোরকে উদ্ধার করে। গত সোমবার ঘটে এই ঘটনা। ওই চোরের বয়স ১৭।

তবে ইতিমধ্যে ওই কিশোর জিজ্ঞাসাবাদ করে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানানো হয়।

Bootstrap Image Preview