Bootstrap Image Preview
ঢাকা, ২১ বুধবার, জানুয়ারী ২০২৬ | ৮ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অস্কারে বাদ পড়া সিনেমা অভ্যর্থনা পেল বার্লিনে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ০১:৪৬ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ০১:৪৬ PM

bdmorning Image Preview
ছবি- সংগৃহীত


অস্কারের প্রাথমিক তালিকা থেকে বাদ পরলেও ৬৯তম বার্লিন আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে সাদর অভ্যর্থনা পেল রিমা দাসের ছবি 'বুলবুল ক্যান সিং'। বুধবার বার্লিন আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবের যে ১৬ টি ছবির চূড়ান্ত তালিকা প্রকাশ পেয়েছে তার মধ্যে আছে এই ছবিটি।

ছবি প্রসঙ্গে রিমা জানালেন,‘আমি খুব খুশি। সম্প্রতি এই সিনেমার প্রিমিয়ার ছিল টরেন্টোতে। সেখান থেকে যে এত তাড়াতাড়ি বার্লিনে ডাক পাবো আমি ভাবিনি। কারণ কান,বার্লিন,টরেন্টো,ভেনিসের মতো বড় ফেস্টিভ্যালগুলি মূলত ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্যই ডাকে। সেদিক থেকে এটা আমার বিশাল সাফল্য বলতে পারি।’

সিনেমাটি অসমের এক গ্রাম্য কিশোরীর গল্প। জীবন যুদ্ধে যাকে প্রতিনিয়ত লড়তে হয়। সে নিজে জানে, যা সে চাইছে তা হয়তো পাওয়া কঠিন,কিন্তু হারিয়ে যাওয়ার ভয়ের থেকেও সে ভালোবাসাকে শক্ত করে আঁকড়ে ধরে। ‘বুলবুল ক্যান সিং' শেষ করার পর অনেক আশাবাদী রিমা। ধন্যবাদ জানিয়েছেন,তাঁর বন্ধু,পরিবার এবং আত্মীয়দের। তাঁর প্রতি এই ভরসা রাখার জন্য। তাঁর সৃষ্টিকে ভালোবাসার জন্য। সবশেষে তিনি বললেন,‘বিশ্বাস রাখো, স্বপ্নেরা একদিন সত্যি হতে বাধ্য।’

Bootstrap Image Preview