Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ৭ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চৌহালীতে দুই ভাইের হত্যাকারীদের ফাঁসির দাবি

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৭:২১ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৭:২১ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কোদালিয়া গ্রামের দুই ভাই মিল্টন ও কাওছারকে প্রকাশ্যে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে।

সোমবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার কোদালিয়া বাজার সংলগ্ন সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভাটি করা হয়। এ সময় হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানায় এলাকাবাসী।

এর আগে গত ৭ ডিসেম্বর বিকালে উপজেলার কোদালিয়া গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মামি সিরিন সুলতানা ভাগ্নেদের ডেকে এনে পরিকল্পিতভাবে দিবালোকে হত্যা করে বলে অভিযোগ করা হয়েছে।

নিহতের মামা আকবর সরকারের নেতৃত্বে মনববন্ধন ও প্রতিবাদ সভায় খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি করে বক্তব্য রাখেন, মাজহারুল ইসলাম, মাসুম সিকদার, ডা. শহিদুল ইসলাম, সেলিম রেজা, মাজম সিকদারসহ এলাকার ব্যক্তিবর্গ।

মিল্টনের স্ত্রী মিনা বেগম আবেগঘন কণ্ঠে বলেন, আমার স্বামী ও দেবরকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই।

নিহতের বাবা আন্তাব আলী মা হায়াতন বেগম বলেন, ওরা আমার দুই ছেলেকে খুন করেছে। তাদের গ্রেফতার ও দ্রুত বিচার আইনে ফাঁসি চাই।

Bootstrap Image Preview