Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ৬ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রোনালদোর গোলে রক্ষা পেল জুভেন্টাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ১১:১৪ AM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ১১:১৪ AM

bdmorning Image Preview


জয় অব্যাহত থাকল জুভেন্টাসের। শনিবার গভীর রাতে তুরিন ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী তোরিনোকে ০-১ গোলে হারালো তারা। সৌজন্যে দলের তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। যত সময় যাচ্ছে নতুন ক্লাবে নিজেকে আরও প্রতিষ্ঠিত করছেন সি আর সেভেন। বল পজেশন এবং সুযোগ তৈরির দিক দিয়ে কিছুটা এগিয়ে থাকলেও, প্রথমার্ধে বিপক্ষ জালে বল ঢোকাতে পারেনি জুভে।

অন্যদিকে ঘরের মাঠে কিছুটা পিছিয়ে থাকলেও, ভালোই নজর কারে টোরিনো। কিন্য তাদের ফিনিশিংয়ের অভাব ছিল প্রচুর। সুযোগ তৈরি করেছিলেন বেলোত্তি, জাজারা কিন্তু তা কার্যকর হয়নি।

অন্যদিকে লিগের লড়াইয়ে পাল্টা চাপ রাখে জুভেও। যার ফল ৭০ মিনিটে পেনাল্টি পায় তারা। নিজের গোলকিপারকে ব্যাক পাস দেন টোরিনোর জাজা। কিন্তু সেই বলকে ফলো করে ধরার জন্য চলে আসেন মানজুকিচ। তাঁকে বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় জুভে। পেনাল্টি থেক দলের হয়ে গোল রোনাল্ডোর।

এই ম্যাচ পর ১৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় শীর্ষেই রইল জুভেন্টাস। দ্বিতীয় স্থানে নাপোলি, ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট।

Bootstrap Image Preview