Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, জানুয়ারী ২০২৬ | ৪ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নায়িকা হিসেবে প্রেমিকাকেই বেছে নিলেন দেব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ১১:০৬ AM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ১১:৩২ AM

bdmorning Image Preview
ছবি- সংগৃহীত


পদ্মশ্রী সুভাষিণী মিস্ত্রিকে নিয়ে কলকাতার জনপ্রিয় নায়ক দেবের নতুন ছবিতে ‘সুভাষিণী’র চরিত্রে কোন নায়িকা অভিনয় করবেন তা নিয়ে ইন্ডাস্ট্রির একাধিক নায়িকার অডিশন নেয়া হয়। কিন্তু প্রযোজক দেব ও এই ছবির পরিচালক অনিকেতের কোনও নায়িকাকেই নাকি ‘সুভাষিণী’ রূপে পছন্দ হয়নি।

এদিকে নায়িকার অভাবে ছবির কাজও শুরু করা যাচ্ছিল না। অবশেষে মিটিংয়ে বসেন দেব-অনিকেত। এই মিটিংয়েই নাকি সিদ্ধান্ত হয়, ‘সুভাষিণী’র চরিত্রে রুক্মিণীকেই কাস্ট করা হবে। ছবিতে রুক্মিণীর জন্য প্রস্থেটিক মেকআপের সাহায্য নেয়া হবে।

দেব জানিয়েছিলেন, ‘সুভাষিণী’র চরিত্রের জন্য রুক্মিণীকে একেবারেই ভাবা হচ্ছে না'। তা হলে কী এমন ঘটলো যে, রুক্মিণীকে কাস্ট করলেন দেব? এমন প্রশ্ন এখন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে।

আগামী জানুয়ারি থেকেই নাকি নতুন এই ছবির শুটিং শুরু করবেন দেব। আপাতত রেকি করার প্রস্তুতি নিচ্ছেন অনিকেত।

দেব-রুক্মিণী প্রেম কাহিনী ইন্ডাস্ট্রির সবারই কম-বেশি জানা। চলতি বছরের মাঝামাঝিতে গুঞ্জন শোনা যায় ডিসেম্বরে বিয়ে করবেন এই দুই তারকা। তবে ডিসেম্বর চলে এলেও বিয়ের কোনও আলোচনায় নেই তারা।

Bootstrap Image Preview