Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, জানুয়ারী ২০২৬ | ১ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্রীমঙ্গলে অসুস্থ হরিয়াল উদ্ধার

তোফায়েল পাপ্পু, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৬:০৮ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৬:০৮ PM

bdmorning Image Preview


শ্রীমঙ্গলের দেববাড়ি এলাকা থেকে অসুস্থ অবস্থায় একটি হরিয়াল পাখি উদ্ধার করা হয়েছে। বর্তমানে পাখিটির উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে পাঠিয়েছে অদিতি দেব নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।

শনিবার (৮ ডিসেম্বর) সকালে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে হস্তান্তর করা হয়।

পাখিটি উদ্ধারকারী অদিতি দেব বলেন, বুধবার (৫ ডিসেম্বর) দেববাড়ি রোডস্থ তার বাড়ির পাশের একটি গাছের নিচে হরিয়াল পাখিটি পড়ে ছিলো। সে পাখিটি তুলে নিয়ে বাড়ি নিয়ে গিয়ে কিছুটা সেবা শুশ্রুষা করে কয়েকদিন বাড়িতে রেখে কিছুটা সুস্থ করে তুলে শনিবার বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে লোকদের কাছে তুলে দেই।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব বলেন, পাখিটি খুবই অসুস্থ। আমরা অসুস্থ এই পাখিটি সুস্থ করে তুলতে কাজ করছি। সুস্থ হয়ে উঠলে পাখিটিকে মুক্ত আকাশে অবমুক্ত করে দেওয়া হবে।

তিনি আরো জানান, হরিয়াল এক ধরনের ফলভূক বৃক্ষচারী পায়রা জাতীয় পাখি। হরিয়ালের বৈজ্ঞানিক নাম ‘ট্রেরন’ (Treron)। বিশ্বে ২৩ প্রজাতির হরিয়াল আছে। গ্রামাঞ্চলে বটপাকুড় বা ডুমুর গাছে এদের দেখা যায় বসতে।  

Bootstrap Image Preview