Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, জানুয়ারী ২০২৬ | ১৯ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হীরার প্লেনে চড়তে হাজার হাজার মানুষের ইচ্ছেটা কি মিথ্যে হবে?

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৯:১৭ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৯:১৭ PM

bdmorning Image Preview


হীরা দিয়ে মোড়ানো বিমানটির খবর ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে। কাতারের বিমানসেবা প্রতিষ্ঠান 'এমিরেটস এয়ারলাইন' তাদের টুইটার অ্যাকাউন্টে ওই ছবিটি প্রকাশ করেছে। নাম ‘দ্য এমিরেটাস ‘ব্লিং’ ৭৭৯’।

ছবির নিচে বিস্তারিত কী লেখা আছে, তা দেখার আগে মন্তব্য করে বসছে হাজার হাজার মানুষ। ছবির বর্ণনায় এমিরেটস জানিয়েছে, বিমানের ডিজাইনটি তৈরি করেছেন বিখ্যাত ক্রিস্টাল শিল্পী সারা শাকিল। সারা শাকিলের অনুমতি ছবিটি শেয়ার করা হয়েছে। অবশ্য মঙ্গলবার সারা শাকিল নিজেও ইন্সটাগ্রামে ছবিটি শেয়ার করেছিলেন।

এমিরেটাসের এক মুখপাত্র বলেন, আমরা কেবল ক্রিস্টাল শিল্পী সারা শাকিলের তৈরি একটি শিল্পের ছবি পোস্ট করেছি। এটা সত্যিকারের প্লেন না।

Bootstrap Image Preview