Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, জানুয়ারী ২০২৬ | ৩ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বীর প্রতিক তারামন বিবি’র প্রতি শ্রদ্ধা নিবেদন

জাককানইবি প্রতিনিধি:
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৬:১৮ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৬:১৮ PM

bdmorning Image Preview


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তারামন বিবি’র প্রয়াণে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সংগঠন।

আজ(সোমবার) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্তম্ভে বীর প্রতিক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবি’র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, মুক্তিযোদ্ধার সন্তান এ্যাসোসিয়েশন, রংপুর বিভাগীয় এ্যাসোসিয়েশন।

পুষ্পস্তবক অর্পন শেষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন শেষে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, মুক্তিযোদ্ধার সন্তান এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক অন্যন্যা নওরিন সাফা, রংপুর বিভাগীয় এ্যাসোসিয়েশন এর তাপস রায়।

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি’র প্রয়াণে আমরা শোকাহত। তাঁর জীবন সংগ্রাম এর মধ্যদিয়ে তাঁর দেখিয়ে যাওয়া পথে আমরা চলতে পারলেই তাঁকে প্রকৃত সম্মান দেয়া হবে।

 

Bootstrap Image Preview