Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, জানুয়ারী ২০২৬ | ২ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৯৫ যাত্রীর জরিমানা

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০৪:২৮ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০৪:২৮ PM

bdmorning Image Preview


লালমনিরহাটে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৯৫ যাত্রীকে জরিমানা করেছে রেলওয়ে বিভাগ।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের বিভিন্ন স্টেশনে গতকাল শনিবার সকাল থেকে মধ্য রাত পর্যন্ত অভিযান চালিয়ে ৪ টি ট্রেনে যাত্রীদের কাছ থেকে নগদ ১৯ হাজার ৭৯০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়েছে।

এবিষয়ে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় অতিরিক্ত পরিবহন কর্মকর্তা সাজ্জাত হোসেন জানান, রেলওয়ের বিভাগীয় ট্রাফিক সুপারিয়েন্টেন শওকত জামীল মোহশীসহ একটি দল দু’টি কমিউটার ট্রেন, দোলনচাঁপা এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস ট্রেনে বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালনা করেন। এ সময় বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৯৫ যাত্রীর কাছ থেকে নগদ ১৯ হাজার ৭৯০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়েছে। 

Bootstrap Image Preview