Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, জানুয়ারী ২০২৬ | ১ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তুরস্কের কাছে খাশোগির খুনিদের হস্তান্তরের দাবি এরদোগানের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০৩:২৫ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০৩:২৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সৌদি আরবের রাজতন্ত্রবিরোধী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যায় জড়িতদের তুরস্কের কাছে হস্তান্তরের দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

আর্জেন্টিনায় অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের শেষের দিন শনিবার এক সংবাদ সম্মেলনে এরদোগান এ দাবি করেন। তার মতে, হত্যাকাণ্ডটি যে দেশে ঘটেছে, সেদেশেই বিচার হওয়া উচিৎ। খবর সংবাদ সংস্থা আনাদোলুর।

তিনি আরও বলেন, একমাত্র কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ছাড়া সম্মেলনে আর কেউ খাশোগি হত্যার বিষয়ে কোনো কথা বলেননি।

খাশোগি হত্যায় সৌদি আরব দেশটির যে ১১ নাগরিককে অভিযুক্ত করেছে, তাদের তুরস্কের কাছে হস্তান্তরের কোনো সিদ্ধান্ত নেই সৌদি আরবের। এ হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জড়িত থাকার বিষয়টিও অস্বীকার করেছে দেশটি।

দুই মাস আগে তুরস্কের ইস্তানবুলে সৌদি কনস্যুলেট ভবনে জামাল খাশোগিকে হত্যা করা হয়।

Bootstrap Image Preview