Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, জানুয়ারী ২০২৬ | ১ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জি-২০ সম্মেলনের গ্রুপ ছবিতে শেষপ্রান্তে জায়গা হয়েছে যুবরাজের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০৪:০১ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০৪:০১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আর্জেন্টিনায় শিল্পোন্নত দেশগুলোর সম্মেলনে বিশ্ব নেতাদের আনুষ্ঠানিক গ্রুপ ছবিতে শেষপ্রান্তে জায়গা হয়েছে সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহম্মদ বিন সালমানের।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রুপ ছবির শেষপ্রান্তে একধরনের উপেক্ষিতভাবে দাঁড়াতে হয়েছে তাকে। অর্থাৎ ছবি তোলার ক্ষেত্রে তাকে এতটুকু গ্রাহ্য করা হয়নি।

গত ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনসুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর প্রথম কোনো আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে বুয়েন্স আয়ারসে আসেন তিনি।

রয়টার্স জানায়, ছবি তোলা শেষে সৌদি যুবরাজ দ্রুতই মঞ্চ ছেড়ে চলে যান। এসময় তিনি কোনো বিশ্বনেতার সঙ্গে করমর্দন কিংবা কথাও বলেননি। ছবিতে সবার মাঝে ছিলেন এ সম্মেলনের আয়োজক আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাওরিসিও মাকরি।

তিনি বলেন, খাশোগি হত্যাকাণ্ডের সঙ্গে যুবরাজ জড়িত বলে যে অভিযোগ উঠেছে, দুই দিনের সম্মেলনে বিশ্বনেতারা তা আলোচনা করতে পারেন।

সৌদি জানিয়েছে, এ হত্যাকাণ্ড নিয়ে যুবরাজ আগে থেকে অবগত ছিলেন না।

Bootstrap Image Preview