Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, জানুয়ারী ২০২৬ | ১ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

'নেশাগ্রস্ত' সেই পাইলটের ১০ মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০৩:৩৩ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০৩:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ফ্লাইট উড্ডয়নের আগে যুক্তরাজ্যের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে নেশাগ্রস্ত অবস্থায় গ্রেফতার হওয়া সেই জাপানি পাইলটকে ১০ মাসের কারাদণ্ড দিয়েছেন লন্ডনের আইসওয়ার্থ ক্রাউন কোর্ট।

গতকাল বৃহস্পতিবার তাকে কারাদণ্ড দেয়া হয়েছে।

কাতসোতোশি জিতসোকাওয়া (৪২) নামের ওই পাইলটের দেহে বৈধতা থেকে নয় গুণ বেশি মদ পাওয়ায় ওই কোর্টের বিচারক ফিলিপ ম্যাথিউস তাকে এ দণ্ড দেন।

এ ব্যাপারে সংবাদমাধ্যম বলছে, জিতসোকাওয়ার প্রতি ১০০ মিলিমিটার রক্তে ১৮৯ মিলিগ্রাম মদ বিদ্যমান ছিল। যুক্তরাজ্যে সাধারণ মানুষের রক্তে ৮০ মিলিগ্রাম মদ থাকা স্বাভাবিক হলেও একজন পাইলটের ক্ষেত্রে এ পরিমাণ রক্তে ২০ মিলিগ্রাম মদ থাকা বৈধ।

এর আগে গত ২৮ অক্টোবর নেশাগ্রস্ত অবস্থায় জাপান এয়ারলাইন্সের ওই পাইলটকে গ্রেফতার করা হয়। ওইদিন ফ্লাইট উড্ডয়নের ৫০ মিনিট আগে তিনি শ্বাস পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর তাকে গ্রেফতার করে ব্রিটিশ পুলিশ।

Bootstrap Image Preview