Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, জানুয়ারী ২০২৬ | ১ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মিথ্যা তথ্য দেয়ার বিষয়ে স্বীকার করলেন ট্রাম্পের আইনজীবী

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ১২:০০ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ১২:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় রাশিয়ায় ট্রাম্পের সম্পদ বিষয়ক চুক্তি নিয়ে মিথ্যা বলার বিষয়টি স্বীকার করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন।

বৃহস্পতিবার নিউ ইয়র্কে এক জিজ্ঞাসাবাদে কংগ্রেসের কাছে তিনি মিথ্যা বলার বিষয়টি স্বীকার করে বলেছেন, ট্রাম্পের প্রতি আনুগত্য প্রদর্শনের অংশ হিসেবেই তিনি এটা করেছেন।

কোহেনের এ স্বীকারোক্তির জবাবে ট্রাম্প বলেছেন, শাস্তি কমানোর জন্যই আইনজীবীদের কাছে মিথ্য কথা বলছেন তার সাবেক এ ডান হাত।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার আঁতাত নিয়ে তদন্ত করছেন বিশেষ পরামর্শক রবার্ট মুলার। ওই সময় ট্রাম্পের এক প্রেমিকাকে মুখ বন্ধ রাখতে গোপনে অর্থ দেয়ায় দোষী সাব্যস্ত করা হয়েছে কোহেনকে।

Bootstrap Image Preview