Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, জানুয়ারী ২০২৬ | ১ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরায় আগুনে ৫টি দোকান পুড়ে ছাই

রাহাত রাজা, সাতক্ষীরা প্রতিনিধি:
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০৫:০২ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ০৭:২৪ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়লে মেসার্স বিসমিল্লাহ্ হার্ডওয়ারসহ পার্শ্ববর্তী ছাহিম ইলেকট্রনিকস, রাজা স্টোর, বিচিত্র ইলেক্ট্রনিকস ও মেসার্স ফারুক স্টোর পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার পায় ৩০ মিনিট পর সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের ইউনিট এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।

Bootstrap Image Preview