Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, জানুয়ারী ২০২৬ | ১ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিপিএল মাতাতে আসছেন নিষিদ্ধ থাকা স্মিথ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০৪:৩৮ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ০৪:৩৮ PM

bdmorning Image Preview


বল টেম্পারিং-এর দায়ে জাতীয় দল থেকে নিষিদ্ধ আছেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। নির্বাসনের খাঁড়া উঠতে বাকি এখনও মাস চারেক। মাঝের সময়টুকু কোনওভাবেই আর নিজেকে ক্রিকেট থেকে দূরে রাখতে চাইছেন না অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ।

তাই এই সময়ে বিপিএল খেলতে চান স্মিথ। হ্যাঁ, আসন্ন বিপিএলের ষষ্ঠ আসরে ফ্র্যাঞ্চাইজি টিম কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ব্যাট হাতে মাঠে নামতে দেখা যাবে প্রাক্তন অজি অধিনায়ককে। মঙ্গলবার এক বিবৃতিতে স্মিথের দলে যোগদানের বিষয়টি স্পষ্ট করেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, পাক তারকা ক্রিকেটার শোয়েব মালিকের পরিবর্ত হিসেবে দলের সঙ্গে যোগ দেবেন স্মিথ। জানুয়ারীর মাঝের সপ্তাহেই লিগের দ্বিতীয় পর্যায়ে দলের সঙ্গে যোগ দেবেন এই অজি ব্যাটসম্যান।

Bootstrap Image Preview