Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, জানুয়ারী ২০২৬ | ১ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০৫:০৩ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০৫:০৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


তুরস্কের ইস্তানবুলের কাছে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত চার সেনা নিহত ও একজন আহত হয়েছেন।ইস্তানবুলের গভর্নরের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ইস্তানবুলের সামানদিরা ঘাঁটি থেকে উড়ে হেলিকপ্টারটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছিল।

তবে কী কারণে সেটি বিধ্বস্ত হয়েছে, তা এখনও পরিষ্কার নয়। আহত সেনাকে চিকিৎসা দেয়া হচ্ছে এবং বিধ্বস্তের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, হেলিকপ্টারটি একটি আবাসিক এলাকার মধ্যে বিধ্বস্ত হয়েছে এবং হেলিকপ্টারের টুকরোগুলো রাস্তার ওপর ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

তুরস্কে বিচ্ছিন্নতাবাদী সংগঠন পিকেকের গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে এর আগে কয়েকটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

Bootstrap Image Preview