Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, জানুয়ারী ২০২৬ | ১ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাথরের কফিনে থেকে তিন হাজার বছরের নারীর মমি উদ্ধার!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০১:৩১ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০১:৩১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


তিন হাজার বছরেরও বেশি সময় আগেকার এক নারীর মমি। মিশরের লুক্সর শহরে পাথরের কফিন বা সারকোফ্যাগাসের মধ্যে ছিল মমিটি। এ মাসে এই নিয়ে দু’টি সারকোফ্যাগাস উদ্ধার হল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’- এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মিশরের রাজা ও রানিদের কবরক্ষেত্র থেকে ওই কফিন দু’টি উদ্ধার করা হয়েছে। দু’টি কফিন এক সময়ের নয়। একটি মোটামুটি দেড় হাজার খ্রিস্টপূর্বাব্দের। অন্যটি তেরোশো খ্রিস্ট পূর্বাব্দের। দু’টি কফিনেই মমি রয়েছে বলে জানিয়েছেন মিশরের মিনিস্ট্রি অব অ্যান্টিকুইটির কর্মকর্তা খালেদ আল আনানি।

এছাড়াও কফিন থেকে এক হাজার মূর্তি পাওয়া গেছে। উদ্ধার হওয়া নারীর মমিটির সম্ভাব্য নাম ‘থুয়া’ বলে জানিয়েছেন গবেষকরা। তবে এই নামই ছিল কি না, তা জানতে কফিনের গায়ে লেখা লিপি আরও ভাল করে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Bootstrap Image Preview