Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ৩০ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গোদাগাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

আব্দুল বাতেন, গোদাগাড়ী প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ০৩:১২ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ০৩:১২ PM

bdmorning Image Preview


রাজশাহীর গোদাগাড়ীতে ৪৭তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার (২৫ নভেম্বর) বেলা ১১ টার গোদাগাড়ী উপজেলা চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি পৌর শহরের শহীদ ফিরোজ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়ামে এসে শেষ হয়। সমবায় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে উপজেলা সমবায় অফিসার নিপেন্দ্রনাধ দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসহাক।

গোদাগাড়ী প্রেসক্লাবের দফতর সম্পাদক আব্দুল বাতেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল মোঃ লুৎফর রহমান ও উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মোঃ রাইসুল ইসলাম।

আলোচনা শেষে সফল সমবায়ীদের সম্মাননা স্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়।  

Bootstrap Image Preview