Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ৩০ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তালায় নছিমন উল্টে কৃষক নিহত

এসএম বাচ্চু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৬:৪০ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৬:৪৭ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার তালায় নছিমন উল্টে গৌর ঘোষ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

আজ শনিবার সকালে উপজেলার জেঠুয়া এলাকায় সালাউদ্দিনের দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে। উপজেলার জেঠুয়া গ্রামের কনেক ঘোষের পুত্র গৌর ঘোষ (৫৫)। নিহত গৌর ঘোষ উপজেলার ঘোষপাড়া গ্রামের বাসিন্দা।

তালা থানার এসআই কামাল হোসেন জানান, কৃষক গৌর ঘোষ বাড়ি থেকে নছিমন নিয়ে বিলে ধান আনতে যাচ্ছিলেন। পথে জেঠুয়া নামক স্থানে নছিমন উল্টে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

তিনি বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview