Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ৩০ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কামরাঙ্গীরচরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ দগ্ধ ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৪:৩৩ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৪:৩৩ PM

bdmorning Image Preview


রাজধানীর কামরাঙ্গীরচরে মুসলিমবাগ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

শনিবার (২৪ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে এলাকার একটি সেমিপাকা বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, ওই এলাকার ইলিয়াস মিয়ার স্ত্রী রিপা (২০), তার শিশু সন্তান রাফসান (০২) ও রিপার বড় বোন শারমিন (২২)। তাদের প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে এনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন শারমিনের স্বামী বারেক মিয়া।

বার্ন ইউনিটের একটি সূত্র বলছে, রিপার শরীরের ১০ শতাংশ, রাফসানের ২৫ শতাংশ এবং শারমিনের ৮ শতাংশ পুড়ে গেছে।

মিয়া বলেন, আমরা একটি ঘরে সবাই মিলে থাকি। আমাদের ঘরের পাশেই একটি গ্যাস সিলিন্ডার রাখা ছিল। সেখানে কেউ থাকতো না। আজ দুপুরে সেটি বিস্ফোরিত হয়ে আমাদের ঘরে আগুন চলে আসে। এতে আমার স্ত্রী, শালিকা এবং ভাগনে দগ্ধ হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আবুল খান বাংলানিউজকে জানিয়েছেন, সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের ঢামেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Bootstrap Image Preview