Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ২৯ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিটেকে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আবীর বসাক, বিটেক প্রতিনিধি:
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ০৮:৫৫ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ০৮:৫৫ PM

bdmorning Image Preview


টাঙ্গাইলের কালিহাতীতে অবস্থিত বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জুন) সকালে বিটেকের নিজস্ব ক্যাম্পাসে নির্বিঘ্ন পরিবেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালীন সময়ে বিটেকের প্রিন্সিপাল ইঞ্জি. মো. আব্দুল মজিদ, বস্ত্র অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর আবদুস সালাম, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অধ্যাপক ড. আলিমুজ্জামান বেলাল, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ পরীক্ষা হল পরিদর্শন করেন।

পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। ইলেকট্রনিক্স যন্ত্র ব্যবহারে ছিল কড়াকড়ি ব্যবস্থা।

এমসিকিউ পদ্ধতিতে এবারের ভর্তিযুদ্ধে চার বিভাগে (ইয়ার্ন, ফেব্রিক, ওয়েট প্রসেসিং, অ্যাপারেল) ৩০টি করে মোট ১২০ আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ৭৯৮ জন। পরীক্ষায় উপস্থিত ছিলো ৭০৮ জন। পরীক্ষার ফল ২৭ নভেম্বরের মধ্যে নোটিশ বোর্ড, প্রতিষ্ঠানের ওয়েবসাইট (www.btec.gov.bd) ও বস্ত্র অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dot.gov.bd) প্রকাশ করা হবে।

Bootstrap Image Preview