Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, জানুয়ারী ২০২৬ | ২৪ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বন্ধ করে দেওয়া হবে ২৫ কোটি সিম কার্ড!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ০৬:২৯ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ০৬:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


২৫ কোটি সিম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের দুই মোবাইল অপারেটর। ভারতীয় প্রতিষ্ঠান এয়ারটেল ও ভোডাফোন আইডিও শিগগিরই দেশটিতে তাদের গ্রাহকদের কাছে থাকা ২৫ কোটি সিম বন্ধ করে দেবে।

গ্রাহক ধরে রাখতে মোবাইল অপারেটররা নানা ধরনের অফার দিয়ে থাকে। অনেক ক্ষেত্রে সিম কার্ড সক্রিয় রাখতে ন্যূনতম রিচার্জ করারও শর্ত থাকে। আর তাই শর্ত না মানায় ২৫ কোটি সিম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের দুই মোবাইল অপারেটর। সর্বশেষ মাসে ন্যূনতম ৩৫ টাকা রিচার্জ না করায় প্রতিষ্ঠান দুটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।

ভোডাফোনের সাতটি ও এয়ারটেলের পাঁচটি প্ল্যান রয়েছে যাতে মাসে ৩৫ টাকার রিচার্জ করতে হয়। কিন্তু এই শর্ত না মানায় এয়ারটেল ১০ কোটি ও ভোডাফোন ১৫ কোটি সিম বন্ধ করে দিচ্ছে।

Bootstrap Image Preview