Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, জানুয়ারী ২০২৬ | ২৭ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অস্ট্রেলিয়াজুড়ে প্লেনের ফিরতি ফ্লাইট ১ ডলার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ০২:১৩ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ০২:১৩ PM

bdmorning Image Preview


ব্লাক ফ্রাইডে উপলক্ষে অস্ট্রেলিয়াজুড়ে ফিরতি ফ্লাইটে অবিশ্বাস্য ছাড় দিয়েছে সিঙ্গাপুরের টাইগার এয়ার। বাজেট (বেস্ট লো-কস্ট) এয়ারলাইন হিসেবে পরিচিত সিঙ্গাপুরের এই বিমান কোম্পানি ক্রেতাদের জন্য গত বুধবার থেকে এই অবিশ্বাস্য টিকিট বিক্রি শুরু করেছে। চলবে স্থানীয় সময় ব্লাক ফ্রাইডের দুপুর ১২টা পর্যন্ত।

ভ্রমণপিয়াসী মানুষরা এই সুযোগে হাতিয়ে নিতে পারেন অবিশ্বাস্য ছাড়। এতে অস্ট্রেলিয়ার সিডনি থেকে কফস হারবারে ফিরতে বাঁচবে ৬৯.৯৫ ডলার। আর গোল্ড কোস্টে, ব্রিসবেনে, মেলবোর্নে ও কেয়ার্নসে ফিরতে বাঁচবে যথাক্রমে ৭১.৯৫, ৭৯.৯৫, ৮৩.৯৫ ও ১৪৪.৯৫ ডলার করে।

এদিকে অবিশ্বাস্য এই মূল্য ছাড়ে ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে অ্যাডিলেড, হুইটসানডেস ও পার্থের সকল ফিরতি টিকিট।

ব্ল্যাক ফ্রাইডে হলো বিশ্বের শপিং দুনিয়ার বহুল প্রতীক্ষিত মেগাসেল। পশ্চিমা বিশ্বে থ্যাঙ্কস গিভিং ডে’র পরের দিন ব্ল্যাক ফ্রাইডে হিসাবে পরিচিত। এইদিন সকল ব্যবসায়ীরা অবিশ্বাস্য মূল্য ছাড়ে রকমারী পণ্য বিক্রয় করে থাকেন।

প্রত্যেক বছরের নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবারে আমেরিকায় এবং অক্টোবারের দ্বিতীয় সোমবারে কানাডায় এই দিনটি পালন করা হয়। থ্যাংকস গিভিং ডে-কে অনেকে আবার দ্য টার্কি ডেও বলে থাকেন।

Bootstrap Image Preview