Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, জানুয়ারী ২০২৬ | ২ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিশানের চেয়ারম্যান গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০৯:৫৬ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০৯:৫৬ PM

bdmorning Image Preview


জাপানের নিসান মোটর কম্পানির চেয়ারম্যান কার্লোস ঘোসনকে অর্থ লুটপাটের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৯ নভেম্বর) 'ফিন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস অ্যান্ড এক্সচেঞ্জ ল' ভঙ্গের সন্দেহে তাকে গ্রেফতার করা হয়।

তদন্ত দলটির একাধিক সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিভিন্ন আর্ন্তজাতিক সংবাদমাধ্যম।

শিগগিরই ঘোসনকে চেয়ারম্যান ও প্রতিনিধি পরিচালকের পদ থেকে অপসারণ করার জন্য প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) হিরোটো সাইকাওয়া পরিচালক বোর্ডকে প্রস্তাব দেবেন। তিনি এক সংবাদ সম্মেলনে জানান, আজ সন্ধ্যায় কার্লোস ঘোসন ও একজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘোসনে  নেতৃত্বাধীন দুটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশান ও রেনল্টের মজুদ বন্ধ করে দেওয়ার জন্য সারা বিশ্বের গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরা বিবৃতি দিয়েছেন। রেনল্টে ঘোসনের ১৩ শতাংশ শেয়ার ছিল। এ ব্যাপারে রেনল্ট কোনো মন্তব্য করতে চায়নি।

কম্পানি বলছে, গত কয়েক মাস ধরে কম্পানির অভ্যন্তরীণ তদন্ত পরিচালনায় দেখা গেছে, তিনি কম্পানির অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। এ ছাড়াও বেশ কিছু আর্থিক তছরুপের গুরুতর অভিযোগের প্রমাণ পাওয়া গেছে তার বিরুদ্ধে।

Bootstrap Image Preview