Bootstrap Image Preview
ঢাকা, ২২ বৃহস্পতিবার, জানুয়ারী ২০২৬ | ৯ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইবিতে নতুন ৩ অনুষদে ডিন নিয়োগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৪:২৯ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০৪:৫৪ PM

bdmorning Image Preview


ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সদ্য খোলা তিনটি অনুষদে ডিন নিয়োগ দেওয়া হয়েছে। 

আজ বুধবার তাদের নিয়োগের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ নিশ্চিত করেছেন। 

জানা যায়,  বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারী বায়োলজিক্যাল সায়েন্স অনুষদের ডিন হিসেবে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মহাঃ আনোয়ারুল হক, বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে গণিত বিভাগের প্রফেসর ড. এস এম মোস্তফা কামাল এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. নাসিম বানুকে নিয়োগ দিয়েছেন।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত অর্গানোগ্রাম অনুযায়ী নতুন তিনটি অনুষদ যুক্ত করা হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদের অধীনে ৩৩টি বিভাগ ছিল। এই বিভাগগুলো নতুন করে ৩টি অনুষদ বাড়ানো হয়। 

 

 

Bootstrap Image Preview