Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, জানুয়ারী ২০২৬ | ৬ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে তুরস্কের অভিযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ০৫:২২ PM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০৫:২২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোরপ্রদেশের হাজিন অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় বেসামরিক লোকজনের প্রাণহানির ঘটনার প্রতিবাদ জানিয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছে তুরস্ক।

জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো দুটি আলাদা চিঠিতে এ প্রতিবাদ জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর সংবাদ সংস্থা আনাদোলুর।

মার্কিন নেতৃত্বাধীন বাহিনী যাতে আর জাতিসংঘের অনুমতি ছাড়া এ ধরনের হামলা চালিয়ে বেসামরিক নাগরিকদের হত্যা করতে না পারে, সে ব্যবস্থা নেয়ার জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়।

সিরিয়া এ নিয়ে দেশটিতে মার্কিন সামরিক আগ্রাসনের বিরুদ্ধে বহুবার জাতিসংঘের কাছে অভিযোগ করেছে। কিন্তু এসব অভিযোগের কোনো প্রতিকার পায়নি তুরস্ক।

মার্কিন নেতৃত্বাধীন কথিত সন্ত্রাসবিরোধী জোটের জঙ্গিবিমান গত শুক্রবার রাতে হাজিন অঞ্চলে বোমাবর্ষণ করে।

নির্বিচার ওই হামলায় সিরিয়ার অন্তত ২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মার্কিন নেতৃত্বাধীন বাহিনী এর আগে গত ১৩ অক্টোবর ওই এলাকাতেই নিষিদ্ধ অস্ত্র হোয়াইট ফসফরাস বোমা হামলা চালিয়েছিল।

Bootstrap Image Preview