Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, জানুয়ারী ২০২৬ | ২২ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার টিভি উপস্থাপকের ভূমিকায় কৃত্রিম রোবট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ১০:৩৬ AM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ১০:৪১ AM

bdmorning Image Preview


কৃত্রিম বুদ্ধিমত্তা রোবটের উত্থানে এবার টেলিভিশন চ্যানেলের সঞ্চালকদের মনে চাকরি হারানোর ভয় পেয়ে বসেছে!কারণ রোবট এবার সংবাদ উপস্থাপন করবে। বিস্ময়কর হলেও সত্যি হচ্ছে চীনা সংবাদ মাধ্যম জিনহুয়া এবার রোবট দিয়ে সংবাদ উপস্থাপনা করিয়েছে।

চীনের সরকারি সংবাদ সংস্থা ‘জিনহুয়া’ তাদের অনুষ্ঠানের সঞ্চালক একটি রোবটকে দিয়ে করিয়েছে। যা চলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। কৃত্রিম বুদ্ধিমত্তায় চলা ওই অ্যাঙ্কর অনুষ্ঠান পরিচালনা করছেন দুটি ভাষায়। ইংরেজি ও চীনা ভাষায়।

রোবটকে অ্যাঙ্কারিং-এর পাঠ দেয়া হয়েছে ‘জিনহুয়া’র দুই সঞ্চালকের কাছ থেকে। তাদের কথা বলার কায়দা, ঠোঁট নাড়ানোর ভঙ্গি, হাত নাড়ানো চাড়ানোর কৌশল শেখানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তায় চলা ওই ‘সঞ্চালক’ রোবটকে।

রোবটটি বানাতে ‘জিনহুয়া’কে সাহায্য করেছে চীনের একটি সার্চ ইঞ্জিন সংস্থা ‘সোগোউ ডট কম’।

Bootstrap Image Preview