Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ৭ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টিএসসিতে প্রাইভেটকারে তরুণীকে ধর্ষণ চেষ্টা, আটক ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ০১:০৪ PM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ০১:১৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসটি এলাকায় প্রাইভেটকারে এক তরুণীকে ধর্ষণের চেষ্টার সময় এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে টিএসসি থেকে ওই যুবককে আটক করে ঢাবি শিক্ষার্থীরা মারধর করে শাহবাগ পুলিশে দিয়েছে।

এ বিষয়ে শিক্ষার্থীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ফেসবুকে এক শিক্ষার্থীর সঙ্গে ওই তরুণের প্রেমের সম্পর্ক হয়। তার সঙ্গে ক্যাম্পাসে শুক্রবার দেখা করতে গিয়েছিল। ওই তরুণীকে প্রাইভেটকারে তুলে ধর্ষণের চেষ্টা করে।

 তখন তাকে শিক্ষার্থীরা ধরে ফেলে। তার গাড়ি ভাঙচুর করে এবং তাকে মারধর করে পুলিশে দেয়।

তবে আটক তরুণ জানিয়েছে, তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক ছিল, এখন নেই। শিক্ষার্থীরা তাকে বিনা অপরাধে মেরেছে।

ওসি আবুল হাসান জানান,আটক যুবককে শনিবার আদালতে পাঠানো হবে।

Bootstrap Image Preview