Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শনিবার, জানুয়ারী ২০২৬ | ১১ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিরাট কোহলিকে কাঁদালেন রোহিত শর্মা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ০১:১১ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ০১:১১ PM

bdmorning Image Preview


সেই এশিয়া কাপ থেকেই বিরাট কোহলির অনুপস্থিতে টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন রোহিত শর্মা।এই দায়িত্ব পাওয়ার পর থেকে মাঠে যেমন খেলোয়াড়দের রাখেন গরম তেমনি ব্যাটিং দেখাচ্ছেন ঝড়।শুধুই কি তাই,ইতোমধ্যে ইন্ডিয়ার হয়ে টি-টোয়েন্টিতে সর্বাধিক রানের মালিকও এখন তিনি।

গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করে টিম ইন্ডিয়ার হয়ে টি-টোয়েন্টিতে বিরাটকে ছাড়িয়ে গিয়েছেন এই ডান হাতি ব্যাটসম্যান।ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহের পাশাপাশি এদিন রোহিতের মুকুটে যোগ হয়েছে একাধিক নয়া পালক। প্রথম ব্যাটসম্যান হিসেবে কুড়ি-বিশের ক্রিকেটে এদিন চতুর্থ শতরানের মালিক হলেন রোহিত শর্মা।

এছাড়াও টি-টোয়েন্টি ফর্ম্যাটে সার্বাধিক(১৯) ৫০ প্লাস স্কোরের নজির এদিন গড়ে ফেললেন হিটম্যান। ২০১৮ ক্যালেন্ডার ইয়ারে হাজার রানের মাইলফলক পেরনো, এরপর ওয়ান ডে ক্রিকেটে ২০০ ছক্কার নজিরের পর রোহিতের ব্যাট থেকে এদিন একাধিক মাইলস্টোন উপরি পাওনা ভারতীয় ব্যাটিং বিভাগের। কোহলি-রোহিতের এই ডুয়েল বজায় থাকুক আগামিদিনেও, যাতে আখেরে লাভবান হবে টিম ইন্ডিয়াই।

Bootstrap Image Preview