Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, জানুয়ারী ২০২৬ | ২৫ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘১০ লাখ দাও, না হলে পুলিশের কাছে বলব ধষর্ণ করেছ'

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৮, ০৭:৪১ PM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৮, ০৮:১৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ধর্ষণের মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক ব্যক্তির থেকে ১০ লক্ষ টাকা চেয়ে এক নারী। এ অভিযোগে গ্রেটার নয়ডা থেকে ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ভারতের সূরজনগর থানার লখনওয়ালি গ্রামে ঘটনাটি ঘটেছে।

রবিবার অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয়।

তদন্তকারী এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত এবং অভিযোগকারী বেশ কিছুদিন থেকেই পরস্পরের বন্ধু। নানা অজুহাতে অভিযুক্ত মহিলা ওই ব্যক্তির থেকে বিভিন্ন সময় টাকা নিয়েছে।

গত ১১ অক্টোবর পুলিশের দ্বারস্থ হন অভিযোগকারী পুরুষ। অভিযোগ করেন, দাবি মত ১০ লক্ষ টাকা না দিলে ধর্ষণের অভিযোগে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে তার মহিলা বন্ধুটি। প্রাথমিক তথ্য প্রমাণের ভিত্তিতে এফআইআর দায়েরের মাধ্যমে অভিযোগের তদন্ত শুরু করে পুলিশ।

রবিবার অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দেশটির আইপিসি'র ৩৮৮ এবং ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। ধৃতকে আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Bootstrap Image Preview