Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, জানুয়ারী ২০২৬ | ৬ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বরিশালে তৃতীয় শ্রেণির ছাত্রীকে 'শ্বাসরোধে' হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৮, ০৪:৫৪ PM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৮, ০৪:৫৪ PM

bdmorning Image Preview
প্রতীকী


বরিশাল প্রতিনিধি:

বরিশাল নগরীর কাউনিয়া থানার কাগাশুরা এলাকায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (৬ নভেম্বর) বেলা ১২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান তাকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত সাবিহা আক্তার অথৈ (৮) সাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী ও কাগাশুরা এলাকার বাসিন্দা কাজী গোলাম মোস্তফার কন্যা।

মৃতদেহের সুরতহাল ও ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের লাশ রাখা কক্ষে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানা পুলিশের এসআই তানজিল আহমেদ বলেন, শিশুটির গলায় লাল দাগ দেখা গেছে এবং মুখ ফ্যানায় ভর্তি ছিল।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়।

Bootstrap Image Preview