Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, জানুয়ারী ২০২৬ | ৬ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রবেশপত্র না আসায় দুই বোনের জেডিসি পরিক্ষার স্বপ্নভঙ্গ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ০৭:২৩ PM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ০৭:২৩ PM

bdmorning Image Preview


নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঘোষপালা ফাজিল মাদরাসার দুই ছাত্রীর প্রবেশপত্র না আসায় জেডিসি পরীক্ষা দেয়া হলো না।

জানা যায়, অত্র মাদরাসার দুই ছাত্রী জিন্নাত জাহান সেতু ও আইরিন আক্তার নিপা তারা আপন দুই বোন। তারা জেডিসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে কেন্দ্রে গিয়ে জানতে পারে তাদের প্রবেশপত্র আসেনি। ফলে তাদের আর পরীক্ষা দেওয়া হয়নি।

দুই ছাত্রীর বাবা মাহতাব উদ্দিন জানান, ফরম পূরণের জন্য নির্ধারিত সময়ে টাকা জমা দেন মাদরাসার অধ্যক্ষের ঘনিষ্ঠ ব্যক্তি শাহজাহানের কাছে। এ বিষয়ে শাহজাহান অধ্যক্ষের কাছে যথাসময়ে সেই টাকা হস্তান্তর করেছেন বলে জানান।

তবে মাদরাসার অধ্যক্ষ আবুল হাসনাত মোহাম্মদ এনামুল বলেন, ওই দুই বোন ফরম পূরণ করেনি বলে তাদের প্রবেশপত্র আসেনি।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাদ্দেক মেহদী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।

Bootstrap Image Preview