Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ৩০ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রায় ২৭ লাখ জেএসসি-জেডিসি পরীক্ষার্থীর পরীক্ষা আজ

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ১০:০৮ AM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ১০:০৮ AM

bdmorning Image Preview


জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আজ থেকে বৃহস্পতিবার শুরু হচ্ছে।সারা দেশে মোট ২৯ হাজার ৬৭৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই দুই পরীক্ষায় অংশ নেবে।

দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন। এর মধ্যে ১৪ লাখ ৪৬ হাজার ৬০১ জন ছাত্রী। ১২ লাখ ২৩ হাজার ৭৩২ জন ছাত্র। পরীক্ষার সব প্রস্তুতি শেষ হয়েছে বলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার বুধবার গণমাধ্যমকে জানিয়েছেন। 

তপন কুমার সরকার বলেন, পরীক্ষা শুরু শুরু হওয়ার ২৫ মিনিট আগে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবকে খুদে বার্তায় জানানো হবে—কোন সেট প্রশ্নপত্রে পরীক্ষা হবে। এরপর প্রশ্নপত্রের মোড়ক খুলতে হবে।

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে গত এসএসসি পরীক্ষার শেষ দিকে এবং গত এইচএসসি পরীক্ষার শুরু থেকেই এই নিয়ম চালু করা হয়।

Bootstrap Image Preview