Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, জানুয়ারী ২০২৬ | ৫ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মুক্তিযোদ্ধা কোটা বহাল ও চাকরির বয়সসীমা বাড়ানোর দাবি

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ১২:১৭ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ১২:১৭ PM

bdmorning Image Preview


চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল ও চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সংসদ অধিবেশনের সমাপনীতে বক্তব্য রেখেছেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে তিনি দীর্ঘ বক্তৃতা করেন।

বিরোধী দলীয় নেতা বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদেরকে মূল্যায়ন করতে হবে। অন্যান্য কোটা বাতিল হলেও মুক্তিযোদ্ধা কোটা রাখতে হবে। এতে মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা হবে। এটা জনগণের দাবি বলেও তিনি উল্লেখ করেন। 

তিনি আরো বলেন, দেশের লাখ লাখ শিক্ষিত তরুণ-তরুণীরা বেকার হয়ে আছে। তারা বয়সের কারণে চাকরিতে যোগ দিতে পারছে না। বিশ্বের কয়েকটি দেশে অবসরের আগের দিন পর্যন্ত চাকরিতে যোগদান করা যায়। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের পশ্চিমবঙ্গে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৪০ বছর করেছে। তাই আমি চাকরিতে বয়সীমা বৃদ্ধির দাবি জানাচ্ছি।

Bootstrap Image Preview