Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, জানুয়ারী ২০২৬ | ২৭ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পুনরায় ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ নভেম্বর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ০৮:০৪ PM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ০৮:০৪ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


প্রশ্নফাঁসের অভিযোগে বাতিল হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ-ইউনিটের পুনরায় ভর্তি পরীক্ষা আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার নেয়া সিদ্ধান্ত অনুযায়ী ১৬ নভেম্বর বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা হবে। বিকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি জানানো হয়। যেখানে বলা হয়, ‘প্রচলিত পদ্ধতিতেই (এমসিকিউ) পুনরায় পরীক্ষা নেওয়া হবে।’

এর আগে গত ১২ অক্টোবরের পরীক্ষার ফল বাতিল করে উত্তীর্ণ ১৮ হাজার ৪৬৩ জনের নতুন করে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয় গত ২৩ অক্টোবর। তবে সেদিন পরীক্ষা করে হবে সেটা জানানো হয়নি।

প্রসঙ্গত, এর আগে ১২ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ওঠে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মাদ সামাদকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির সুপারিশ মোতাবেক ১৬ অক্টোবর ফল প্রকাশ করা হয়। পরে ফলে অসামঞ্জস্য দেখা দিলে বিভিন্ন সংগঠন প্রতিবাদ জানায়। প্রতিবাদের মুখে পুনরায় পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়া হয়। ঘোষণানুযায়ী আজ শুক্রবার এই তারিখ ঘোষণা করা হয়েছে।

Bootstrap Image Preview