Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, জানুয়ারী ২০২৬ | ২৯ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ০৬:৩১ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ০৬:৩১ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজার এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পু্লশি।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) ভোরে তাদের গ্রেফতার করা হয় বলে জানান নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ুন কবির।

গ্রেফতার দু'জন হলেন- মো. আবদুর রহিম স্বপন (৩০) ও মো. সোহেল (৩২)।

নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (পশ্চিম) মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ট্রাকের ভেতর করে কৌশলে পাচারের সময় দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে পরিবহন শ্রমিক সেজে ইয়াবা ব্যবসা করে করে আসছিলেন বলে জানান তিনি।

Bootstrap Image Preview