Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ৩০ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে শেষ হলো ১০ দিনব্যাপী অর্নুধ জুডো প্রশিক্ষণ

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৮:৫১ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৮:৫১ PM

bdmorning Image Preview


বান্দরবানে শেষ হলো বালক-বালিকাদের ১০ দিনব্যাপী অনুর্ধ্ব জুডো প্রশিক্ষণ।

সোমবার(২২ আক্টোবর) বিকালে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয়ের এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবুল কালামের সভাপত্বিতে ১০ দিন ব্যাপী জুডো প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি দিপ্তি কুমার বড়ুয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো: ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন, জুডো প্রশিক্ষক এ কে এম আজাদ সহ আরো অনেকে। 

অনুষ্ঠানে অতিথিরা বলেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তার সাথে সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে নতুন প্রজন্মের এই ছোট ছোট ছেলে মেয়েরা। বর্তমানে তারা বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহন করে দেশের সুনাম রক্ষা করে বাংলাদেশের সুনাম বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। বান্দরবানের মত দূর্গম এলাকার ছেলে মেয়েরা জুডো, কারাতেসহ বিভিন্ন ইভেন্টে সফলতার সাথে গৌরব অর্জন করেছে।

এই সাফল্য শুধু বান্দরবানবাসীর নয়, এই সাফল্য পুরো বাংলাদেশের। তাই ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রত্যেক মানুষকে ছেলে মেয়েদের পাশে থাকার আহব্বান জানানো হয়, তাহলে বাংলাদেশ সত্যি একদিন ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন অতিথিরা।

Bootstrap Image Preview