Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ৩০ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

'ডক' মেরে হ্যাটট্টিক করলেন ফজলে রাব্বি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ০৪:০১ PM
আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ০৪:০১ PM

bdmorning Image Preview


অভিষেকে ডাক মারার বৃত্ত থেকে বের হতে যেন পারলেন না ফজলে রাব্বি মাহমুদ। প্রথম শ্রেনীর ক্রিকেট অভিষেকে ডাক মেরেছিলেন এরপর 'এ' দলের হয়ে অভিষকে ম্যাচেও ডাক মেরেছিলেন সেই ধারাবাহিকতায় আজ আন্তর্জাতিক ম্যাচের অভিষেকেও ডাক মারলেন এই বা হাতি ব্যাটসম্যান।

জাতীয় দলের হয়ে অভিষেকের আগে থেকে শুনা যাচ্ছিলো রাব্বি সাকিবের অভাব পূরন করবেন সেই জন্যই তাকে দলে নেওয়া হয়েছে।

কিন্তু ব্যাটিংয়ে সেই আশা তিনি পূরন করতে পারলেন না। শূন্য রান করে হতাশ করলেন সবাইকে। তবে এখনো তার বোলিং অভিষেক হয়নি। এখন দেখার বিষয় বোলিং করে নিজেকে কতটুকু মেলে ধরতে পারেন তিনি।

৩০ বছর বয়সে রাব্বির টাইগার দলের ১২৯ নম্বর ক্রিকেটার হিসাবে অভিষেক হলো। 

Bootstrap Image Preview