Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ৩০ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উত্তরায় ঝোপের ভেতর থেকে দুই লাশ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ০২:৫৩ PM
আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ০২:৫৩ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


রাজধানীর তুরাগ থানা এলাকায় উত্তরা ১৬ নম্বর সেক্টরে একটি ঝোপের ভেতর থেকে অজ্ঞাতপরিচয়ে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ অক্টোবর) দিবাগত রাতে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মুক্তাকিন জানান, ঝোপের ভেতর থেকে দুটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সেখান থেকে অজ্ঞাতপরিচয়ে ওই দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ওসি বলেন, নিহতদের একজনের পরনে প্যান্ট ও শার্ট এবং অপরজনের প্যান্ট ও গেঞ্জি ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Bootstrap Image Preview