Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, জানুয়ারী ২০২৬ | ১৯ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভূঞাপুরে বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির মেছোবাঘ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ১২:৪০ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ১২:৪০ PM

bdmorning Image Preview


টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা থেকে বিলুপ্তপ্রায় প্রজাতির বন্যপ্রাণী মেছোবাঘ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাগবাড়ী এলাকা থেকে ওই বাঘটিকে উদ্ধার করে স্থানীয় গ্রামবাসী।

গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রফিকুল ইসলাম দুলাল জানান, সন্ধ্যায় মেছোবাঘটি দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন সেটিকে জাল দিয়ে ধরে ফেলে। পরে তারা স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানায়।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, স্থানীয় লোকজন মেছোবাঘটি জাল দিয়ে আটক করে প্রশাসনকে অবহিত করেন। পরে ঘটনাস্থলে গিয়ে বাঘটি নিরাপদ স্থানে পাঠানোর জন্য বনবিভাগ কর্তৃপক্ষ অবহিত করা হয়।

Bootstrap Image Preview