Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, জানুয়ারী ২০২৬ | ১ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অল্পের জন্য বেঁচে গেলেন ট্রাম্পের স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৮, ১১:৪৫ AM
আপডেট: ১৮ অক্টোবর ২০১৮, ১১:৪৫ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে গেলেন। মেলানিয়াকে বহনকারী উড়োজাহাজের কেবিন ধোঁয়ায় ভরে যাওয়া। এ কারণে উড়োজাহাজের গতিপথ বদলে জরুরী অবতরণ করা হয়।

জানা গেছে, বুধবার উড়োজাহাজটি মেলানিয়াকে নিয়ে ফিলাডেলফিয়ার উদ্দেশে যাত্রা শুরু করে। এর কিছুক্ষণ পরই বিমানটির কেবিন ধোয়ায় ভরে যায়। অবস্থা বেগতিক দেখে সেটি মেরিল্যান্ডে ফিরে আসে।

ওই বিমানে যাত্রী হিসেবে ছিলেন একজন সাংবাদিক। তিনি বলেন, যান্ত্রিক সমস্যার কারণে ধোঁয়ার সৃষ্টি হয়। এ সময় অনেক আরোহী শ্বাসকষ্ট থেকে রক্ষা পেতে তোয়ালে মুখে চেপে নিশ্বাস নেন।

ওই সাংবাদিক জানান, তারা বিমানে ধোঁয়ার কুণ্ডলী দেখেছেন; কিছু একটা পুড়ে যাওয়ার গন্ধ পেয়েছেন। এই গন্ধ দ্রুত ভয়াবহ আকার ধারণ করে।

Bootstrap Image Preview