Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, জানুয়ারী ২০২৬ | ১৯ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অন্যের প্রেমের ‘গুপ্তচর’ হয়ে কাজ করছেন রশিদ খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ০৭:৪৮ PM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ০৭:৪৮ PM

bdmorning Image Preview


দুবাইয়ে শুরু হয়েছে প্রথমবারের মত আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল)।চলতি এই টুর্নামেন্টে নানগারহার লেপার্ডসের হয়ে খেলছেন অজি অল-রাউন্ডার বেন কাটিং। তার দুর্দান্ত পারফর্মেন্সে মুগ্ধ প্রেমিকা ইরিনা হল্যান্ড কিছুটা শংকাতেও আছেন।

তাই ইরিনা আফগান লেগ স্পিনার রশিদ খানকে টুইট করে লিখেছেন, 'আমার হয়ে কাটিংয়ের একটু খেয়াল রেখো।'

ইরিনার টুইটের রহস্য ধরতে পেরে রশিদ পাল্টা টুইটে মজা লুটেছেন। কাটিংয়ের বিপক্ষে নিজের বিধ্বংসী অস্ত্রগুলো প্রয়োগ না করার আহ্বান ফিরিয়ে দিয়েই যেন তিনি লিখেছেন, 'অবশ্যই ওর খেয়াল রাখব। কিন্তু তাকে বলো, আমাকে যেন সুইপ না করে।'

 

Bootstrap Image Preview