Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, জানুয়ারী ২০২৬ | ৪ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মিয়ানমারে ফেরা সাত রোহিঙ্গার জীবন নিয়ে শঙ্কা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০৬:২৫ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০৬:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


দেশে ফিরতে চাইছেন না দিল্লিতে বসবাসকারী রোহিঙ্গা উদ্বাস্তুরা। কারণ মায়ানমারে ফেরত পাঠান হলে তাদের মেরে ফেলা হয়। এমনই আশঙ্কা প্রকাশ করলেন রাজধানীর কালিন্দি ক্যাম্পের এক রোহিঙ্গা।

ওই সাত রোহিঙ্গাকে ফেরত পাঠানোর দিল্লির শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গাদের সাক্ষাৎকার প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম এএনআই।

বৃহস্পতিবারই মায়ানমারে ফেরত পাঠানো হয়েছে ৭ রোহিঙ্গাকে। এরা এতদিন ছিলেন কাছাড় সেন্ট্রাল জেলে। বৃহস্পতিবার এদের মণিপুরের মোরে সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়। সেই ৭ রোহিঙ্গা সম্পর্কে ওই আশঙ্কা প্রকাশ করলেন দিল্লিতে বসবাসকারী ওই রোহিঙ্গা।

তিনি বলেন, ‘ভারত সরকারের কাছে অনুরোধ মায়ামারে শান্তি না ফেরা পর্যন্ত আমাদের ফেরত পাঠাবেন না। যে সাত রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে তাদের মেরে ফেলা হবে।’

এএনআইকে দেয়া সাক্ষাৎকারে এক রোহিঙ্গা বলেন, ভারত থেকে সম্প্রতি যে সাত রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে, তারা আর বেশি দিন বাঁচতে পারবেন না। খুব শিগগিরি তাদেরকে হত্যা করা হবে।

দিল্লির ওই ক্যাম্পের রোহিঙ্গা মুসলিমরা তাদেরকে মিয়ানমারে ফেরত না পাঠাতে কেন্দ্রীয় সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।

তারা বলেছেন, আমাদের দেশে সম্পূর্ণ শান্তি না আসা পর্যন্ত দয়া করে আমাদের মিয়ানমারে ফেরত পাঠাবেন না, আমরা অসহায়, আমাদের এখানে থাকতে দিন। ওরা আমাদের মেরে ফেলবে।

জাতিসংঘের শরণার্থী সংস্থায় নিবন্ধিত তথ্য অনুযায়ী ভারতে ১৪ হাজার রোহিঙ্গা বাস করেন। কিন্তু সরকারি তথ্য মতে ওই সংখ্যা ৪০ হাজারেরও বেশি হবে।

Bootstrap Image Preview