Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, জানুয়ারী ২০২৬ | ১৮ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চুয়াডাঙ্গায় নদী থেকে নারীর লাশ উদ্ধার

নারী ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০৫:৩০ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০৫:৩০ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে মিনতি রানী (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৭ অক্টোবর ) মালোপাড়া এলাকার ইম্প্যাক্ট হাসপাতালের পিছনে মাথাভাঙ্গা নদী থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

মিনতি রানী শহরতলী দৌলাতদিয়ার দক্ষিণপাড়ার বিনয় কুমার ওরফে বিনয় ফাটার স্ত্রী।

এলাকাবাসীর বরাত দিয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুপুরে ঘটনাস্থল থেকে ওই নারীর বিবস্ত্র লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তবে ধারণা করা হচ্ছে, নিহত ওই নারী মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তিনি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন।

Bootstrap Image Preview