Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, জানুয়ারী ২০২৬ | ২ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০১:৩৭ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০১:৩৭ PM

bdmorning Image Preview


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম কবিতা (১৫) সে উপজেলার পশ্চিম মির্জাপুর গ্রামের গোলাম কবিরের মেয়ে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।

রবিবার ( অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে গোলাম কবির তার ছেলে মেয়ে কবিতাকে মোটরসাইকেলে নিয়ে তানোর উপজেলার মুন্ডমালা এলাকায় তার শ্যালকের মৃত্যুর খবর পেয়ে সেখানে যাচ্ছিলো।

নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান।

সময় উপজেলার আমনুরা সড়কের পন্ডিতপুর ফায়ার সার্ভিস স্টেশনের পাশে গোলাম কবিরের মাথার ক্যাপ মাটিতে পড়ে গেলে তার মেয়ে ক্যাপটি উঠাতে যায়। সময় রাজশাহীগামী একটি ভটভটি কবিতাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এদিকে স্থানীয়রা ঘাতক ভটভটিকে জব্দ করতে পারলেও চালক পালিয়ে যায়।

Bootstrap Image Preview