Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, জানুয়ারী ২০২৬ | ২৫ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হাঁটু-কনুইয়ের কালো দাগ সরাতে করণীয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ১০:২৮ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ১০:৩০ PM

bdmorning Image Preview


ফ্যাশন সচেতন নারী বা পুরুষ যেই হোক, যাদের শরীরচর্চার ওপর খানিকটা ঝোক আছে তাদেরকেই বলছি যদি চিন্তা থাকে কনুই বা হাঁটুর দাগ নিয়ে। তাহলে বলবো এটা সমস্যা হলেও খানিকটা সময় ব্যয় করলে এটাও কমিয়ে ফেলা সম্ভব।

দেখে নিন কিভাবে দূর করবেন হাঁটু-কনুইয়ের কালো দাগ-

ইয়োগার্ট- ২০ মিনিট কালো দাগের উপর লাগিয়ে রাখুন। উষ্ণ গরম জলে ধুয়ে ফেলুন।

শসা- শসার টুকরো কনুই ও হাঁটুতে বাল করে ঘষে মিনিট পনেরো রেখে ধুয়ে ফেলুন।

দুধের সর- এতে ব্লিচিং কম্পাউন্ড রয়েছে, যে কারণে ডেড স্কিন সেল সরিয়ে দিতে সাহায্য করে। ১৫ থেকে ২০ মিনিচ কালো দাগের উপর লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

দুধ, মধু ও হলুদগুঁড়ো- একসঙ্গে মিশিয়ে তা ২০ মিনিট লাগিয়ে রাখুন কনুই ও হাঁটুর দাগে।

দুধের সঙ্গে বেকিং সোডা- একসাথে মিশিয়ে তা ভাল করে কালো দাগের উপর লাগিয়ে নিন। ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন।

পেঁপে- পাকা পেঁপের টুকরো ঘষতে পারেন কনুই ও হাঁটুর কালো জায়গায়। এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট ও ব্লিচিং প্রপার্টি।

লেবু- লেবুর রসে ন্যাচুরাল ব্লিচিং প্রপার্টি রয়েছে। যা কনুই-হাটুর দাগ সারাতে অত্যন্ত উপকারী

অলিভ অয়েল-চিনি- একসঙ্গে মিশিয়ে নিন তা দিয়ে ভাল করে ঘষে নিন কালো দাগের জায়গা।

টমেটো- স্লাইস করে কেটে নিয়ে কনুই ও হাঁটুতে ভাল করে লাগিয়ে নিন। মিনিট কুড়ি পরে ধুয়ে ফেলুন।

Bootstrap Image Preview