Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, জানুয়ারী ২০২৬ | ১৯ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘পালানোর জন্য নেতানিয়াহুকে সাগরে সাঁতরাতে হবে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ০৯:২৫ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০৯:২৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পালাতে ভূমধ্যসাগরে সাঁতার শেখার আহ্বান জানিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি। শুক্রবার ইস্ফাহানে স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের এক অনুষ্ঠানে এ আহ্বান জানান।

নেতানিয়াহুর উদ্দেশে তিনি বলেন, ভূমধ্যসাগরে সাঁতার শিখুন। কারণ খুব শিগগিরই এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে যখন সাগর ছাড়া পালানোর আর কোনো পথ থাকবে না।

মার্কিন নীতির সমালোচনা করে সালামি বলেন, একের পর এক ব্যর্থতা থেকে যুক্তরাষ্ট্র শিক্ষা নিচ্ছে না। যদি তাদের অন্যায় নীতি অব্যাহত রাখে তাহলে দেশটিকে আরও বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হতে হবে।

গত ৪০ বছর ধরে ইরান কোনো সাম্রাজ্যবাদী শক্তির কাছে মাথানত করেনি উল্লেখ করে তিনি বরেন, মুসলিম বিশ্বে ইরানের যে প্রভাব তা আধ্যাত্মিক ও তা মানুষের বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত।

Bootstrap Image Preview