Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ৭ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বঙ্গোপসাগরে ‘টেস্ট ফায়ারিংয়ের’ সময় নৌবাহিনীর ২ সদস্য নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪৪ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪৪ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


চট্টগ্রামে বঙ্গোপসাগরে নৌবাহিনীর প্রশিক্ষণ চলাকালে টেস্ট ফায়ারিংয়ের সময় ‘দুর্ঘটনায়’ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় প্রশিক্ষণ চলাকালে এই ঘটনা ঘটে।

দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করে আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে নৌবাহিনীর নৌযান বিএনএস তিতাস নিয়ে প্রশিক্ষণ চলাকালে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, প্রশিক্ষণের সময় মিস ফায়ারিংয়ের কারণে এ হতাহতের এ ঘটনা ঘটে।

এদিকে আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়, হতাহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আহতদের মধ্যে দুজন অফিসার থাকার কথা।

আহতদের চট্টগ্রাম থেকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview