Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, জানুয়ারী ২০২৬ | ১ মাঘ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১, আহত ৫ পুলিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৪ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৪ PM

bdmorning Image Preview


চট্টগ্রামের পাহাড়তলীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধেসবুজ ওরফে পিচ্চি সবুজ (২৫)নামে ডাকাতি মামলার এক আসামি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫ পুলিশ সদস্যও।

বুধবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে পাহাড়তলীর উত্তর কাট্টলী বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সবুজের বিরুদ্ধে থানায় ডাকাতির তিনটি এবং অস্ত্র আইনের দুটিসহ মোট ছয়টি মামলা রয়েছে।

পাহড়াতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, ডাকাতির প্রস্তুতিকালে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময় শেষে গুলিবিদ্ধ অবস্থায় সবুজকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে বলেও জানান ওসি।

Bootstrap Image Preview