Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, জানুয়ারী ২০২৬ | ৩০ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে পাসপোর্টের আট দালালকে কারাদণ্ড

ক্রাইম ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩০ PM
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাসপোর্টের আটজন দালালকে কারাদণ্ড দেয়া হয়েছে। এসময় তাদের কাছ থেকে নয়টি পাসপোর্ট এবং শতাধিক পাসপোর্ট আবেদন ফরম জব্দ করা হয়েছে।

আজ বুধবার (১৯ সেপ্টেম্বর) ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয় নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আটকরা হলেন- ইমদাদুল হক, মনিরুজ্জামান, মানিক মোল্লা, শাহ আলম, সজীব, ফারুক ভুইয়া, আবু হানিফ, মোহাম্মদ আলী খান। এরা সবাই ফরিদপুর জেলার বাসিন্দা।

ইমদাদুল হক, মনিরুজ্জামানকে এক মাস এবং অপর ছয়জনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

Bootstrap Image Preview